Saturday, December 19, 2015

আম কুড়ানোর খেলা : Abbas Uddin

আজো মনে পড়ে
আম কুড়ানোর খেলা
আম কুড়াইতে যাইতাম দু'জন
নিশি ভোরের বেলা

শোন মুমিন মোসলমান করি আমি নিবেদন : Abbas Uddin

শোন মুমিন মোসলমান
করি আমি নিবেদন
এ দুনিয়া ফানা হবে
জেনে জান না

আমার দিন কি এমনি যাবে বইয়া : Abbas Uddin

থাকতে পাড় ঘাটাতে তুমি পারের নাইয়া
দ্বীন বন্ধুরে
আমার দিন কি এমনি যাবে বইয়া

তোরা কে কে যাবি লো জল আনতে : Abbas Uddin

তোরা কে কে যাবি লো জল আনতে
এই কলসি ভাসায়ে জলে কান্তে কান্তে

তোরষা নদীর পারে পারে : Abbas Uddin

তোরষা নদীর পারে পারে ও
দিদিলো মানসাই নদীর পারে
ওকি সোনার বঁধু গান গেয়ে যায় ও
দিদি তোর তরে কি মো তরে
কি শোনেক দিদিও

আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে : Abbas Uddin

আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে
অকুল দরিয়ায় বুঝি কূল নাই রে।
আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে
অকুল দরিয়ার বুঝি কূল নাই রে

ভাটিয়াল গাঙ্গের নাইয়া : Abbas Uddin

ভাটিয়াল গাঙ্গের নাইয়া,
ফাকু ভাইরে কইয়ো আমায় নাইয়র নিত আইয়া
ঐ না ঘাটে বইয়া রে কান্দি দেশের পানে চাইয়া
চক্ষের পানি নদীর জলে যাইতাছে মিশিয়া

আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম : Abbas Uddin

ও আমার দরদী, আগে জানলে
তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না
ভাঙ্গা নৌকায় চড়তাম না
আর ঐ দূরের পাড়ি ধরতাম না

আল বাধো কন্যা জল রে খেপো : Abbas Uddin


আল বাধো কন্যা জল রে খেপো
সুন্দর গায়ে কন্যা কাদো মাখো
আজি চোখ তুলি দেখ আমার পানে

আব্বাস উদ্দীন আহমদ : Abdul Hadi

বিশিষ্ট কণ্ঠশিল্পী ও ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দীন আহমদ ১৯০১ সালের ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা জাফর আলী আহমদ তুফানগঞ্জ মহকুমা আদালতের উকিল ছিলেন।

বলরামপুর স্কুলে আব্বাস উদ্দীনের শিক্ষা জীবন শুরু হয়। ১৯১৯ সালে তুফানগঞ্জ স্কুল থেকে তিনি প্রবেশিকা ও ১৯২১ সালে কুচবিহার কলেজ থেকে আইএ পাস করেন। এখান থেকে বিএ পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর সঙ্গীত জগতে প্রবেশ করেন তিনি।

সতী মায়ের সতী কন্যা : Abdul Hadi

Sayed Abdul Hadi
সতী মায়ের সতী কন্যা
যায় চলে যায় রে
মায়ে কান্দে ভায়ে কান্দে
কান্দে বনের পাখি রে

তোমাদের সুখের এই নীড়ে : Abdul Hadi

Sayed Abdul Hadi
তোমাদের সুখের এই নীড়ে
আমাকে খোঁজো না বন্ধু
আমি তো চলেছি ফিরে

Friday, December 18, 2015

শূন্য হাতে আজ এসেছি : Abdul Hadi

Sayed Abdul Hadi
শূন্য হাতে আজ এসেছি
নেই তো কিছুই আর
অশ্রু ভেজা এ গান আমার
দিলাম উপহার

তোমাকে দেখলাম যেদিন প্রথম : Abdul Hadi

Sayed Abdul Hadi
তোমাকে দেখলাম যেদিন প্রথম
স্বপ্নের পথচলা সেই তো প্রথম
গল্পের শুরুটাও সেখানে
শেষ তার কি হবে কে জানে 

তোমার আমার মন ছিল একসাথে তো জোড়া : Abdul Hadi

Sayed Abdul Hadi
তোমার আমার মন
ছিল একসাথে তো জোড়া
ভালোবাসার পাতায় মোড়া
দুটি ফুলের একটি তোড়া

তোমার ওই চোখের পাশে বিষের বাঁশি : Abdul Hadi

Sayed Abdul Hadi
তোমার ওই চোখের পাশে বিষের বাঁশি
তোমার ওই মুখের হাসি মরণ হাসি
তবু সেই মরণ আমি ভালোবাসি

আছেন আমার মোক্তার : Abdul Hadi

Sayed Abdul Hadi
আছেন আমার মোক্তার
আছেন আমার ব্যারিস্টার
শেষ বিচারের হাইকোর্টেতে
তিনিই আমায় করবেন পার।
আমি পাপী তিনি জামিনদার

সখি চলো না জলসা ঘরে এবার যাই : Abdul Hadi

Sayed Abdul Hadi
সখি চলো না
জলসা ঘরে এবার যাই

আমি কার কাছে যাই কারে শোনাই : Abdul Hadi

Sayed Abdul Hadi
আমি কার কাছে যাই কারে শোনাই
শোনবার মানুষ নাই
আমার মুখ আছে কথা নাই

পৃথিবীর সীমানা ছেড়ে : Abdul Hadi

Sayed Abdul Hadi
পৃথিবীর সীমানা ছেড়ে
পারে না উড়ে যেতে বলাকা
পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত
পুরোটা আমার মনের আকাশ

আউল বাউল লালনের দেশে : Abdul Hadi

Sayed Abdul Hadi
আউল বাউল লালনের দেশে
মাইকেল জ্যাকসন আইলো রে
সবার মাথা খাইলো রে
আমার স্বাধের একতারা কান্দে রে
আমার স্বাধের দোতারা কান্দে রে

Thursday, December 17, 2015

আমি তোমারি প্রেম ভিখারী : Abdul Hadi

Sayed Abdul Hadi
আমি তোমারি প্রেম ভিখারী
ভালোবেসে ঠাই দিও পরাণে
আমি তোমারি তুমি আমারি
পশে থেকো জীবনে মরণে

আমারি মা যেন লক্ষ্মী সোনা : Abdul Hadi

Sayed Abdul Hadi
আমারি মা যেন লক্ষ্মী সোনা
কখনো রাগ করে না
মমতা ছড়ায়ে রাখে সে জড়ায়ে
এ মায়ের নাইযে তুলনা

সবকিছু মোর উজাড় করে : Abdul Hadi

Sayed Abdul Hadi
সবকিছু মোর উজাড় করে
দিয়েছি তোমায় তুলে
কেমনে গেলে ভুলে

পুতুল খেলার দিন ফুরালো : Abdul Hadi

Sayed Abdul Hadi
পুতুল খেলার দিন ফুরালো
জানি না কখন
দিনে দিনে বড় হলো
আমার ছোট বোন

ওরে মন বাজাসনা আর : Abdul Hadi

Sayed Abdul Hadi
ওরে মন বাজাসনা আর
প্রেমের ওই ভাঙা বাঁশি

পথের মানুষ আমি যে ভাই : Abdul Hadi

Sayed Abdul Hadi
পথের মানুষ আমি যে ভাই
পথে ঠিকানা
কেউবা আমায় পাগল বলে
কেউবা দিয়ানা

ওরে তোর মা জননী : Abdul Hadi

Sayed Abdul Hadi
ওরে তোর মা জননী
আমার গলার খঞ্জনি
সুরের গলায় লটকে আছে
অসুরের বন্ধন

আমার দোষে দোষী আমি : Abdul Hadi

Sayed Abdul Hadi
আমার দোষে দোষী আমি
নিজের বিচার চাই
আমার ভুলের কোনো ক্ষমা নাই

নদীরে তুই কত রঙ্গ দেখালি আমায় : Abdul Hadi

Sayed Abdul Hadi
নদীরে তুই কত রঙ্গ দেখালি আমায়
সারা জীবন বাইলাম তরী নিলি না কিনারায়

মনে প্রেমের বাত্তি জ্বলে : Abdul Hadi

Sayed Abdul Hadi
মনে প্রেমের বাত্তি জ্বলে
বাত্তির নিচে অন্ধকার
এই জীবনে চাইলাম যারে
হইলোনা সে আমার

মাটির মানুষ হইয়ারে তুই : Abdul Hadi

Sayed Abdul Hadi
মাটির মানুষ হইয়ারে তুই
এই মাটিরে চিনলিনা
পরান পাখি উইড়া গেলে
মাটি হইবো ঠিকানা

কত কানলাম কত সাধলাম : Abdul Hadi

Sayed Abdul Hadi
কত কানলাম কত সাধলাম
আইলা না
পথের ধুলায় পড়ে রইলাম
একবার ফিরেও চাইলা না

দিন যায় রাত যায় করে : Abdul Hadi

Sayed Abdul Hadi
দিন যায় রাত যায় কি করে
ফাগুনের ফুল ভেবে ভুলে
এই মন দিয়েছিনু তুলে
সেই থেকে বড় অসহায়

চলে যায় যদি কেউ বাধন ছিড়ে : Abdul Hadi

Sayed Abdul Hadi
চলে যায় যদি কেউ বাধন ছিড়ে কাঁদিস কেন মন ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ

চোখের নজর এমনি কইরা একদিন খইয়া যাবে : Abdul Hadi

Sayed Abdul Hadi
চোখের নজর এমনি কইরা একদিন খইয়া যাবে
জোয়ার-ভাটায় পইড়া দু'চোখ নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে

চোখ বুজিলে দুনিয়া আন্ধার : Abdul Hadi

Sayed Abdul Hadi
চোখ বুজিলে দুনিয়া আন্ধার
কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার

চিনেছি তোমারে আকারে প্রকারে : Abdul Hadi

Sayed Abdul Hadi
চিনেছি তোমারে আকারে প্রকারে
দিনের আলো রাতের আঁধারে

চাঁদ মুখে চন্দ্র গ্রহণ লাগে যখন তখন : Abdul Hadi

Sayed Abdul Hadi
চাঁদ মুখে চন্দ্র গ্রহণ লাগে যখন তখন
আমি কি রসিকতায় কটু কথায় করি জ্বালাতন

বিধি রে তোর আদালতে কেমন বিচার বল : Abdul Hadi

bidhi re tor adalote kemon bichar bol
বিধি রে তোর আদালতে কেমন বিচার বল
ভাঙা-গড়ার খেয়ালে তুই
থাকিস অবিচল

Monday, December 14, 2015

কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান : Abdul Hadi

Kon kitbe lekha ase haram bajna gaan
কোন কিতাবে লেখা আছে গো
হারাম বাজনা গান
দাউদ নবীর বাঁশির সুরে
চমকে পাখির প্রাণ

কেউ কোনো দিন আমারে তো কথা দিলো না : Abdul Hadi

Keu konodin amare kotha dilo na
কি করে বলিব আমি
আমার মনে বড় জ্বালা
কেউ কোনো দিন আমারে তো কথা দিলো না
বিনি সূতার মালাখানি গাঁথা হইলো না

কেন তারে আমি এতো ভালোবাসলাম : Abdul Hadi

Keno tare ami eto valo bashlam
কেন তারে আমি এতো ভালোবাসলাম
হয়তো আমারি ভুল
ফুটাতে প্রেমের ফুল
কাঁটাগুলি বেছে নিলাম

কারও আপন হতে পারলিনা অন্তর : Abdul Hadi

Karo apon hote parlina antor
কারও আপন হতে পারলিনা অন্তর
আমার ভালোবাসার শূন্য ভিটায়
কেউ বাধল না ঘর

Sunday, December 13, 2015

জন্ম থেকে জ্বলছি মাগো : Abdul Hadi

Jonmo theke jolsi mago
জন্ম থেকে জ্বলছি মাগো
আর কতদিন বলো সইবো
এবার আদেশ করো তুমি আদেশ করো
ভাঙনের খেলা খেলবো

আমার আর দেবার কিছু তো নাই : Abdul Hadi

Amar ar debar kisu to nai
আমার আর দেবার কিছু তো নাই
এই নিঃশতা নিয়ে হাসি দিয়ে গান দিয়ে
এবার তাহলে আমি যাই

যেওনা সাথী চলেছো একেলা কোথা : Abdul Hadi

jeona sathi choleso ekela
যেওনা সাথী
চলেছো একেলা কোথা
পথ খুঁজে পাবে নাতো
শুধু একা

ও চোখে স্বপ্নের অঞ্জণ : Abdul Hadi

o chokhe sopner onjon
ও চোখে স্বপ্নের অঞ্জণ
ও মুখে প্রেমেরই গুঞ্জন
ফেরানো যাবে না যে মন
এ যেন গল্প দাদার কল্পকথার
মানুষ বশিকরণ

হে দাতা হে মওলা ফরিয়াদ শোনো : Abdul Hadi

he data he mowla
হে দাতা হে মওলা
ফরিয়াদ শোনো আমার
দিন দুঃখী বান্দা আমি
একি পরীক্ষা তোমার

ঘুমিয়ে পড়ো সাথী আমার : Abdul Hadi

ghumie poro sathi amar
ঘুমিয়ে পড়ো সাথী আমার
ব্যথা মুছে নাও
আসবে ফিরে সুখেরও দিন
নীরবে ঘুমাও