Saturday, December 19, 2015

আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম : Abbas Uddin

ও আমার দরদী, আগে জানলে
তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না
ভাঙ্গা নৌকায় চড়তাম না
আর ঐ দূরের পাড়ি ধরতাম না

শিল্পী: আব্বাস উদ্দীন আহমদ
গীতিকার: জানা যায়নি
সুরকার: জানা যায়নি


লিরিক:
ও আমার দরদী, আগে জানলে
তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না
ভাঙ্গা নৌকায় চড়তাম না
আর ঐ দূরের পাড়ি ধরতাম না

তোর নব লাগ পা নিজের পেশা
ঐ নায়ে বোঝাই করতাম না

ছিল সোনার দাঁড় পবনের বৈঠা
ময়ূরপঙ্খী নাও খানা
ওরে চন্দ্র সুরুজ গোলি ভরি
ফুল ছড়াতো জোছনা

শোঙ শোঙ শোঙ দরিয়াতে তুলে ঢেউ
এই তুফানেতে কেউ গাঙ পাড়ি দিও না
বেশম দইরার পানি দেইখ্যা ভয়েতে প্রাণ বাঁচে না

লবঙ্গ লতিকার দেশে যাবার ছিল বাসনা
মাঝ দরিয়ায় নাও ডুবিল উপায় কী তার বল না

কল কল ছল ছল করে জল টলমল
আগে চল আগে চল নাই বল তবু চল
ওরে মাঝি তুই কেন হলি আজ বিমনা
সামনে নাচে বিজলী লয়ে কন্যা সোনার বরণা





আরও গান শুনতে ভিজিট করুন: 

BD SONG™ @Youtube


No comments:

Post a Comment