Monday, December 14, 2015

কেউ কোনো দিন আমারে তো কথা দিলো না : Abdul Hadi

Keu konodin amare kotha dilo na
কি করে বলিব আমি
আমার মনে বড় জ্বালা
কেউ কোনো দিন আমারে তো কথা দিলো না
বিনি সূতার মালাখানি গাঁথা হইলো না

শিল্পী: সৈয়দ আব্দুল হাদী
গীতিকার: জানা যায়নি
সুরকার: জানা যায়নি




লিরিক:
কি করে বলিব আমি
আমার মনে বড় জ্বালা
কেউ কোনো দিন আমারে তো কথা দিলো না
বিনি সূতার মালাখানি গাঁথা হইলো না

এই জ্বালা যে এমন জ্বালা
যায়না মুখে বলা
বুঝতে গেলে সোনার অঙ্গ
পুড়ে হবে কালা

লালন মরলো জল পিপাসায়
থাকতে নদী মেঘনা
হাতের কাছে ভরা কলস
তৃষ্ণা মেটে না

ভালোবাসার অপরাধে
হয়েছিল দোষী
তাই বলে থেমে ছিল
কদম তলার বাঁশি
ও দংশিলে পিরীতের বিষে
ওঝা মিলে না রে
এই মরণ যে সুখের মরণ
দেখলাম জনম ভরে


No comments:

Post a Comment