Saturday, December 12, 2015

বাংলা গানের প্রবাদ পুরুষ সৈয়দ আবদুল হাদী (সংগৃহীত)


Syed Abdul Hadiসূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি- আমার খুব প্রিয় গান। আমার দীর্ঘ ২৪ বছরের প্রবাস জীবনে দেশাত্মবোধক গানের মধ্যে এই গানটি আমি কত শতবার শুনেছি জানি না। এ গানটির মাঝে আমি দেখতে পাই বাংলার অপরূপ মুখ। গানটির গীতিকার : মনিরুজ্জামান মনির। সুরকার : আলাউদ্দিন আলী। গানটি গেয়েছেন আমাদের বাংলা গানের অন্যতম প্রবাদ পুরুষ, জীবন্ত কিংবদন্তী শিল্পী সৈয়দ আবদুল হাদী।


সৈয়দ আব্দুল হাদী

Syed Abdul Hadi
সৈয়দ আব্দুল হাদী বাংলাদেশের একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী। ১৯৪০ সালে ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার শাহপুর গ্রামে জন্ম গ্রহণ করেন।