আর কতদিন বলো সইবো
এবার আদেশ করো তুমি আদেশ করো
ভাঙনের খেলা খেলবো
শিল্পী: সৈয়দ আব্দুল হাদী
গীতিকার: জানা যায়নি
সুরকার: জানা যায়নি
লিরিক:
জন্ম থেকে জ্বলছি মাগো
আর কতদিন বলো সইবো
এবার আদেশ করো তুমি আদেশ করো
ভাঙনের খেলা খেলবো
আমার এ ব্যথা ভরা গান
ফুল পাখি নিয়ে নয়
দুঃখের আগুনে পোড়া প্রাণ
শুধু কেঁদে কেঁদে কয়
ওমা তোমার ভাঙা সংসার
কবে যে সুখে গড়ে তুলবো
আমি তো দেখিনি আলো
জীবনে কোনো দিন
এতো আশা ভালোবাসা
আঁধারে হলো মলিন
দিন চলে যায় দাও বিদায়
সময় হলে ফিরে আসবো
No comments:
Post a Comment