Monday, December 21, 2015

নাইয়োর ছাড়িয়া দাও মোরে বন্ধু : Abbas Uddin

নাইেয়ার ছাড়িয়া দাও মোরে বন্ধু
বন্ধু নাইয়োর ছাড়িয়া দাও
এবার নাইয়োর গেলে কালে হে
থুইয়া যাইবে মাও হে থুইয়া যাবে মাও

শিল্পী: আব্বাস উদ্দীন আহমদ
গীতিকার: জানা যায়নি
সুরকার: জানা যায়নি



লিরিক:
নাইেয়ার ছাড়িয়া দাও মোরে বন্ধু
বন্ধু নাইয়োর ছাড়িয়া দাও
এবার নাইয়োর গেলে কালে হে
থুইয়া যাইবে মাও হে থুইয়া যাবে মাও

কেমন কথা কইলেন কন্যা হে
কন্যা সেও কথা জানি
একবার নাইয়োর ছাড়িয়ে দিয়া
পাও ধরিয়া আনি কন্যা হে

দাদা আসছে তোমার বাড়ি হে
বন্ধু নাইয়োর ছাড়িয়ে দাও
এক নজর দেখি আইসুম
দয়ার বাপো-মাও

কেমন কথা কইলেন কন্যা হে
কন্যা কথা মন্দ নয়
রিমিঝিমি দেওয়ার ঝরি
একলা ঘরে ক্যামনে রওয়া যায়

কেমন তোমার কথা হে বন্ধু
বন্ধু কেমন তোমার হিয়া
শরমে মরিবার চাই হে
গলায় দড়ি দিয়া হে আমি
গলায় দড়ি দিয়া হে

তুমি ক্যানে মরবেন কন্যা হে
কন্যা আমার পরান পরি
তুমি হও দরিয়া কন্যা
আমি তাতে ডুবিয়া মরি

আদ্য গুরু তিতা হে মাথা
বন্ধু জনম দাতা বাপে
পঞ্চা সোনা গুড়ার আশাতে
মারবে অভিসাপে হে

শোনেক শোনেক শোনেক কন্যা হে
কন্যা হিত কথা কও
পূবের বেলা পশ্চিমে গেলে
ছড়িয়া দিবার নাও





আরও গান শুনতে ভিজিট করুন: 

BD SONG™ @Youtube


No comments:

Post a Comment