Wednesday, December 23, 2015

বৈঠা জোরে বাও রে বন্ধু বৈঠা জোরে বাও : Abbas Uddin

বৈঠা জোরে বাও রে বন্ধু বৈঠা জোরে বাও
উজান গাঙ্গে তুফান ভারি টলোমলো টলোমলো নাও

শিল্পী: আব্বাস উদ্দীন আহমদ
গীতিকার: জানা যায়নি
সুরকার: জানা যায়নি



লিরিক:
বৈঠা জোরে বাও রে বন্ধু বৈঠা জোরে বাও
উজান গাঙ্গে তুফান ভারি টলোমলো টলোমলো নাও

আকাশ কোণে ঝিলিক মারে বাতাস সো সো ফুঁসে
কালনাগিনী গর্জে ওঠে যেন দারুন রোষে
মেঘ আধারি দিন রে বন্ধু বাদলা নাহি ধরে
মুড়ার উপর তুফান পানি কল কল কল কল করে
পরান পুরের বাঁকে রে ভাই বুরাতানি গাঁও
উজান গাঙ্গে তুফান ভারি টলোমলো টলোমলো নাও


কোন নদীতে ঝড় উইঠাছে কোন নদীতে ঢেউ
কোন পাগলে লাগায় ঠেলা জানলো না তা কেউ


ধিকি ধিকি পুইড়া রইলাম তুষেরি আগুনে
চম্পা বরন মুখ খানি তার ঝল মল ঝল মল জ্বলে
বাঁকের কূলে বটের মূলে এই ঘাটে লাগাও





আরও গান শুনতে ভিজিট করুন: 

BD SONG™ @Youtube


No comments:

Post a Comment