আমি কাইন্দা কাইন্দা হইলাম সারা কেবল তোমার লাগিয়া
শিল্পী: আব্বাস উদ্দীন আহমদ
গীতিকার: জানা যায়নি
সুরকার: জানা যায়নি
লিরিক:
সোনা বন্ধু রে কোন দোষেতে যাইবা ছাড়িয়া
আমি কাইন্দা কাইন্দা হইলাম সারা কেবল তোমার লাগিয়া
সুখ বসন্ত দিলো রে দেখা আর ত যৌবন যায়না রাখা
আমি আছি বন্ধু তোমার আশায় চাইয়া
পীরিত কইরা এই ফল হইল জগতে কলংক রইলো গো
কেবল রইলো বন্ধু তোমার লাগিয়া
যে না দেশে যাইবা রে তুমি সে না দেশে যাবো আমি গো
খঞ্জন পক্ষী হইয়া করবো আমি দেখা
No comments:
Post a Comment