Labels

────↑↑

Saturday, December 26, 2015

পাখিটি ছাড়িল কে : Abdul Alim

হলুদিয়া পাখি, সোনারই বরণ
পাখিটি ছাড়িল কে
পাখিটি ছাড়িল কে রে আমার
পাখিটি ছাড়িল কে।

কে গো নিরলে বসি : Abdul Alim

কে গো নিরলে বসি
বাজায় গো তার মোহন বাঁশি
ও তার নাম জানি না ও সজনী
দেইখাছি রূপ রাশি

কে যাও ভাটির দেশের নাইয়ারে : Abdul Alim

কে যাও ভাটির দেশের নাইয়ারে
ভাইটালি গান গাইয়া
তুমি ধীরে ধীর বাও নৌকা
একবার চাও ফিরিয়া রে

কেন বা তারে সঁপে দিলাম দেহ মন প্রাণ : Abdul Alim

কেন বা তারে সঁপে দিলাম দেহ মন প্রাণ
প্রাণ সখিরে, কেন বা তারে সঁপে দিলাম দেহ মন প্রাণ
তারে প্রাণ সঁপিয়া হইলেম অপমান

কেহ করে বেচাকেনা কেহ কান্দে : Abdul Alim

কেহ করে বেচাকেনা কেহ কান্দে রাস্তায় পড়ে
ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে

এই যে দুনিয়া কিসেরও লাগিয়া : Abdul Alim

এই যে দুনিয়া কিসেরও লাগিয়া,
এত যত্নে গড়াইয়াছেন সাঁই।
এই যে দুনিয়া

Wednesday, December 23, 2015

আমার প্রাণের প্রাণ পাখি : Abdul Alim

আমার প্রাণের প্রাণ পাখি
আমার হীরা মন পাখি,
তোরে কোথায় রাখি পাখিরে,
সবই মিছে আর ফাঁকি

সোনা বন্ধু রে কোন দোষেতে যাইবা ছাড়িয়া : Abbas Uddin

সোনা বন্ধু রে কোন দোষেতে যাইবা ছাড়িয়া
আমি কাইন্দা কাইন্দা হইলাম সারা কেবল তোমার লাগিয়া

আল্লাতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান : Abbas Uddin

আল্লাতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান
কোথা সে আরিফ, আবেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান
যার মুখে শুনি তৌহিদের কালাম
ভয়ে মৃত্যুও করিত সালাম

আল্লাহ মেঘ দে ,পানি দে ,ছায়া দে রে তুই : Abbas Uddin

আল্লাহ মেঘ দে; আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে ,পানি দে ,ছায়া দে রে তুই,
আল্লাহ মেঘ দে।

আমার হাড় কালা করলাম রে : Abbas Uddin

আমার হাড় কালা করলাম রে
আরে আমার দেহ কালার লাইগারে
ওরে অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসে

আমায় এত রাতে ক্যানে ডাক দিলি : Abbas Uddin

আমায় এত রাতে ক্যানে ডাক দিলি প্রাণ কোকিলা রে
আমায় এত রাতে ক্যানে ডাক দিলি
আমার নিভা ছিল মনের আগুন
জ্বালাইয়া গেলি প্রাণ কোকিলা রে

আমি ভাবি যারে পাইনা গো তারে : Abbas Uddin

আমি ভাবি যারে পাইনা গো তারে
সে যেন কতই দূরে
আমি দেশ-বিদেশে ঘুরিয়া বেড়াই
কেবল তার কথাটি মনে রে করে

আমার অনেক ছিল বলার : Abbas Uddin

আমার অনেক ছিল বলার
যদি সেদিন ওগো ভালোবাসতে

বৈঠা জোরে বাও রে বন্ধু বৈঠা জোরে বাও : Abbas Uddin

বৈঠা জোরে বাও রে বন্ধু বৈঠা জোরে বাও
উজান গাঙ্গে তুফান ভারি টলোমলো টলোমলো নাও

দেওয়ায় করছে মেঘ মেঘালি : Abbas Uddin

দেওয়ায় করছে মেঘ মেঘালি
বইছে পূবাল হাওয়া
ধীরে ক্যানে বাহাও তরী হে
ও তরী ধীরে ক্যানে বাহাও
ধীরে ক্যানে বাহাও তরী হে

ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ : Abbas Uddin

ঈদ মোবারক হো
ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ, ঈদ মোবারক হো
রাহেলিল্লাহ্‌কে আপনাকে বিলিয়ে দিল, কে হলো শহীদ

ওকি একবার আসিয়া : Abbas Uddin

ওকি একবার আসিয়া
সোনার চান্দ মোর যাও দেখিয়া রে

গুরুর পদে প্রেম ভক্তি হলো না মন : Abbas Uddin

গুরুর পদে প্রেম ভক্তি হলো না মন
হবার কালে
আর কি রে তোর সাধন-ভজন
অনুরাগের সময় গেলে

হেইয়ো রে হেইয়ো : Abbas Uddin

হেইয়ো রে হেইয়ো
শামাল শামাল শামাল
ওরে শামলে তরী বাইয়ো
বেলা গেলো সন্ধ্যা হইলো
কালো মেঘে গগণ খাইলো

জলের ঘাটে কদম তল : Abbas Uddin

জলের ঘাটে কদম তলে
কালো রূপে ঝলক লাগে
আমি তো জানিনা আগে

আমার কার জন্যে প্রাণ এমন করে : Abbas Uddin

আমার কার জন্যে প্রাণ এমন করে
কি বলবো গো প্রাণ সখি
আমার হৃদের মাঝে তুষের অনল
জ্বলছে সদাই ধিকি রে ধিকি

কিসের মোর রাধন কিসের মোর বাঁধন : Abbas Uddin

কিসের মোর রাধন
কিসের মোর বাঁধন
কিসের মোর হলুদি বাটা
মোর প্রাননা তুই অন্যের বাড়ি যায়
মোর রান্নায় দিয়ে ঝাটা

Tuesday, December 22, 2015

আজি ঝড়তুফান চালাও তরী : Abbas Uddin

ও মাঝি রে
আজি ঝড়তুফান চালাও তরী
হুশিয়ার, হুশিয়ার, হুশিয়ার

মাঝি বাইয়া যাও রে : Abbas Uddin

মাঝি বাইয়া যাও রে
অকূল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও,
রে মাঝি বাইয়া যাও রে

ময়ূরপঙ্খী লৌকা আমার মেঘনার চরে বাড়ি : Abbas Uddin

ময়ূরপঙ্খী লৌকা আমার মেঘনার চরে বাড়ি
বাও বাতাসের লগে মুই লাগাই আড়াআড়ি
হীরামণি আর তোতামণির মানিক বেসাত ছাড়ি
মনের সুখে গাই রে মুই নাও দৌড়ানোর সারি

ওগো আজি শরতের রূপ দিপালী : Abbas Uddin

ওগো আজি শরতের রূপ দিপালী
তাই পূবালী হাওয়ায় ঝরা শেফালী
ঘন কাশেরি বনে ওগো নাচন তুলি
মরি কুশুম নাচে ঘন কবরি গুলি
আজি মনেরি মৃগ চাহে নয়ন তুলি

Monday, December 21, 2015

মুখ কোনা তোর ভীত ভীত ও : Abbas Uddin

মুখ কোনা তোর ভীত ভীত ও
ও ভাউজি গুয়া কোনটে খালু
গালাত হইলো রুদ্র মালা
রূপা কোনটে পালু

আমি না জানি পিরিতির এতো জ্বালা : Abbas Uddin

আমি না জানি পিরিতির এতো জ্বালা,
সই জইলা-পুইড়া মইলাম গো,
পরানো গেলো।

নাইয়োর ছাড়িয়া দাও মোরে বন্ধু : Abbas Uddin

নাইেয়ার ছাড়িয়া দাও মোরে বন্ধু
বন্ধু নাইয়োর ছাড়িয়া দাও
এবার নাইয়োর গেলে কালে হে
থুইয়া যাইবে মাও হে থুইয়া যাবে মাও

নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে : Abbas Uddin

নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে
ছল ছলাইয়া চলুক রে নাও মাঝ দইরা দিয়া

আমার মোহাম্মাদ রাসুল : Abbas Uddin

নিখিলের চির সুন্দর দীপ্তি
আমার মোহাম্মাদ রাসুল
কূল মাখলুকাতের গুল বাগে
যেন একটি ফোটা ফুল

Sunday, December 20, 2015

নদীর কূল নাই, কিনার নাই রে : Abbas Uddin

নদীর কূল নাই, কিনার নাই রে
আমি কোন কূল হতে কোন কূলে যাব
কাহারে শুধাই রে

ওকি গাড়িয়াল ভাই : Abbas Uddin

ওকি গাড়িয়াল ভাই
কতো রবো আমি
পন্থের দিকে চায়া রে

ও মন গুরু ভজো রে : Abbas Uddin

ও মন গুরু ভজো রে
ওরে সোনার চাঁদ
দিল দরিয়ায় উঠলে তুফান
সে দিবে আসান

ও মোর চাঁদ ওরে : Abbas Uddin

ও মোর চাঁদ ওরে
ও মোর সোনা
ও মোক ছাড়িয়া না যান
হাট বন্দরে
রাইতে চান সোনা উঠিবে
তুমি চান মনে ফুটিবে
তাতে মন মোর শূন্যতে ঘুচাইবে
ও মোর সোনা রে

ও সুখের ময়না : Abbas Uddin

ও সুখের ময়না
ঘাটে তারে দেখলাম সোনার পাখি
পরাণ আমার ক্যামনে বাইন্ধা রাখি

ওরে আগা নায়ে ডুবো ডুবো : Abbas Uddin

ওরে আগা নায়ে ডুবো ডুবো
পাছা নায়ে বৈসো
ডোঙায় ডোঙায় তোল পানি

প্রাণ সখিরে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে : Abbas Uddin

প্রাণ সখিরে
ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে
বংশী বাজায় কে রে সখি বংশী বাজায় কে
আমার মাথার বেণী বদল দেব তারে আইনা দে

ওরে ও পরাণের মাঝি আমার কথা লইয়ো : Abbas Uddin

ওরে ও পরাণের মাঝি
আমার কথা লইয়ো রে মাঝি
ঝড় তুফান আইলে রে
ডিঙা কিনারে লাগাইয়ো

ওকি পতি ধন প্রাণ বাঁচেনা : Abbas Uddin

ওকি পতি ধন
প্রাণ বাঁচে না যৈবন যে জ্বালায় মরি

ওরে ও দরিয়ার মাঝি মোরে নিয়ে যারে মদিনা : Abbas Uddin

ওরে ও দরিয়ার মাঝি
মোরে নিয়ে যারে মদিনা
তুমি মুর্শিদ হয়ে পথ দেখাও
আমি যে পথ চিনি না

ফাঁদে পড়িয়া বগা কান্দে রে : Abbas Uddin

ফাঁদে পড়িয়া বগা কান্দে রে
ফান্দ বসাইছে পানির ভাই  পুটি মাছ দিয়া
মাছের লোভে বোকা বগায় পড়ে উড়াল দিয়া

পরের অধীন কইরাছে আমায় : Abbas Uddin

পরের অধীন কইরাছে আমায়
আর কত দিন থাকবো তরাশায়
আমি ভাবি যারে পাইনা গো তারে
আমার আঁখি যারে চায়

রোজ হাশরে আল্লাহ আমার কোর না বিচার : Abbas Uddin

রোজ হাশরে আল্লাহ আমার কোরো না বিচার
রোজ হাশরে আল্লাহ আমার কোরো না বিচার
বিচার চাহি না, তোমার দয়া চাহে এ গুনাহগার

Saturday, December 19, 2015

আম কুড়ানোর খেলা : Abbas Uddin

আজো মনে পড়ে
আম কুড়ানোর খেলা
আম কুড়াইতে যাইতাম দু'জন
নিশি ভোরের বেলা

শোন মুমিন মোসলমান করি আমি নিবেদন : Abbas Uddin

শোন মুমিন মোসলমান
করি আমি নিবেদন
এ দুনিয়া ফানা হবে
জেনে জান না

আমার দিন কি এমনি যাবে বইয়া : Abbas Uddin

থাকতে পাড় ঘাটাতে তুমি পারের নাইয়া
দ্বীন বন্ধুরে
আমার দিন কি এমনি যাবে বইয়া

তোরা কে কে যাবি লো জল আনতে : Abbas Uddin

তোরা কে কে যাবি লো জল আনতে
এই কলসি ভাসায়ে জলে কান্তে কান্তে

তোরষা নদীর পারে পারে : Abbas Uddin

তোরষা নদীর পারে পারে ও
দিদিলো মানসাই নদীর পারে
ওকি সোনার বঁধু গান গেয়ে যায় ও
দিদি তোর তরে কি মো তরে
কি শোনেক দিদিও