Labels

────↑↑

Sunday, December 20, 2015

ওকি গাড়িয়াল ভাই : Abbas Uddin

ওকি গাড়িয়াল ভাই
কতো রবো আমি
পন্থের দিকে চায়া রে

শিল্পী: আব্বাস উদ্দীন আহমদ
গীতিকার: জানা যায়নি
সুরকার: জানা যায়নি



লিরিক:
ওকি গাড়িয়াল ভাই
কতো রবো আমি
পন্থের দিকে চায়া রে

যেদিন গাড়িয়াল উজান যায়
নারীর মন মোর উইড়া রয় রে

ওকি গাড়িয়াল ভাই
হাঁকাও গাড়ি তুই চিলমারী বন্দরে রে

কি কবো দুঃখের ও জ্বালা
গাঁথিয়াছি বন মালা রে

ওকি গাড়িয়াল ভাই
কত কাঁদিম মুই নিঠুয়া পাথারে






আরও গান শুনতে ভিজিট করুন: 

BD SONG™ @Youtube


No comments:

Post a Comment