Labels

────↑↑

Wednesday, December 23, 2015

আমার প্রাণের প্রাণ পাখি : Abdul Alim

আমার প্রাণের প্রাণ পাখি
আমার হীরা মন পাখি,
তোরে কোথায় রাখি পাখিরে,
সবই মিছে আর ফাঁকি


শিল্পী: আব্দুল আলীম
গীতিকার: জানা যায়নি
সুরকার: জানা যায়নি



লিরিক:
আমার প্রাণের প্রাণ পাখি
আমার হীরা মন পাখি,
তোরে কোথায় রাখি পাখিরে,
সবই মিছে আর ফাঁকি

পাখিরে............
এক পলকের নাই ভরসা
মিছে সকল আশা,
কখন জানি দারুণ ঝড়ে,
ভাঙ্গে সাধের বাসা,পাখিরে।

ও পাখিরে.........
কোন বনেরই পাখি তুমি
যাইবা রে কোন বনে,
সেই কথা কি গেছো ভুলে,
পরে না কি মনে? পাখিরে।

ও পাখিরে...........
মিছা মায়ায় বন্দি হইয়া
করো কত খেলা,
পশ্চিমে তাকাইয়া দেখো,
ডুইবা আইল বেলা পাখিরে






আরও গান শুনতে ভিজিট করুন: 

BD SONG™ @Youtube


No comments:

Post a Comment