Labels

────↑↑

Tuesday, December 22, 2015

মাঝি বাইয়া যাও রে : Abbas Uddin

মাঝি বাইয়া যাও রে
অকূল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও,
রে মাঝি বাইয়া যাও রে

শিল্পী: আব্বাস উদ্দীন আহমদ
গীতিকার: জানা যায়নি
সুরকার: জানা যায়নি



লিরিক:
মাঝি বাইয়া যাও রে
অকূল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও
রে মাঝি বাইয়া যাও রে


ভেন্না কাষ্ঠের নৌকা খানি
মাঝখানে তার গোড়া
নৌকার আগার থেইকা পাছায় গেলে
গলুই যাবে খইয়া রে
মাঝি বাইয়া যাও রে-


দীক্ষা শিক্ষা না হইতে আগে করছ বিয়া
তুমি বিনে খতে গুলাম হইলে গাইটের টাকা দিয়া
বিদেশে বিপাকে যার বেটা মারা যায়
পাড়া পড়শী না জানিলেও জানে তার মায়রে
মাঝি বাইয়া যাও রে...






আরও গান শুনতে ভিজিট করুন: 

BD SONG™ @Youtube


No comments:

Post a Comment