Labels

────↑↑

Wednesday, December 23, 2015

ওকি একবার আসিয়া : Abbas Uddin

ওকি একবার আসিয়া
সোনার চান্দ মোর যাও দেখিয়া রে

শিল্পী: আব্বাস উদ্দীন আহমদ
গীতিকার: জানা যায়নি
সুরকার: জানা যায়নি



লিরিক:
ওকি একবার আসিয়া
সোনার চান্দ মোর যাও দেখিয়া রে

ও দিয়া ও দিয়া যান রে বন্ধু
ডারা না হোন পার
ওরে থাউক মন তোর
দিবার থুবার দেখায় পাওয়া ভার রে..

কোড়া কান্দে কুড়ি কান্দে
কান্দে বালি হাঁস
ওরে ডাহুকি কান্দনে ও মুই ছাড়নু ভাইয়ার দ্যাশ রে..

আইলত ফোটে আইল কাশিয়া
দোলাত ফোটে হোলা
ওরে বাপ-মায়ে বেচেয়া খাইছে সোয়ামি পাগেলা রে

লোকে যেমন ময়নারে পোষে পিঞ্জিরাত ভরিয়া
ওরে ওই মতন নারীর যৌবন রাকিছং বান্দিয়া রে..





আরও গান শুনতে ভিজিট করুন: 

BD SONG™ @Youtube


No comments:

Post a Comment