বাও বাতাসের লগে মুই লাগাই আড়াআড়ি
হীরামণি আর তোতামণির মানিক বেসাত ছাড়ি
মনের সুখে গাই রে মুই নাও দৌড়ানোর সারি
শিল্পী: আব্বাস উদ্দীন আহমদ
গীতিকার: জানা যায়নি
সুরকার: জানা যায়নি
লিরিক:
ময়ূরপঙ্খী আমার মেঘনার চরে বাড়ি
বাও বাতাসের লগে মুই লাগাই আড়াআড়ি
হীরামণি আর তোতামণির মানিক বেসাত ছাড়ি
মনের সুখে গাই রে মুই নাও দৌড়ানোর সারি
আসমানে এক কন্যা তার পিন্দনে লাল শাড়ি
রূপ লইয়া তার চন্দ্র সূরুযে করে কাঁড়াকাঁড়ি
সুন্দরীয়া কইন্যা তার দুধে আলতায় গাও
তারি আশায় পরাণ বাইন্ধা বাই রে আমার নাও ...
লউকা আমার হেইলা দুইলা চলে পাখনা নাড়ি
বাইচ খেলাতে আমার সাথে পবন ও যায় হারি
No comments:
Post a Comment