Saturday, December 26, 2015

কেন বা তারে সঁপে দিলাম দেহ মন প্রাণ : Abdul Alim

কেন বা তারে সঁপে দিলাম দেহ মন প্রাণ
প্রাণ সখিরে, কেন বা তারে সঁপে দিলাম দেহ মন প্রাণ
তারে প্রাণ সঁপিয়া হইলেম অপমান


শিল্পী: আব্দুল আলীম
গীতিকার: জানা যায়নি
সুরকার: জানা যায়নি



লিরিক:
কেন বা তারে সঁপে দিলাম দেহ মন প্রাণ
প্রাণ সখিরে, কেন বা তারে সঁপে দিলাম দেহ মন প্রাণ
তারে প্রাণ সঁপিয়া হইলেম অপমান

আগে যদি জানতাম মনে
যাইতাম না তার নয়ন কোণে
মর্মস্থলে হানে পঞ্চবাণ, প্রাণ সখিরে

ও তার বানে কত শক্তি ধরে
সাধ্য কী আর রইতে ঘরে
বাণে বিদ্ধ করে অবলার পরাণ

সে যেন কী মন্ত্র জানে শুকরিয়া বাঁশির তানে
শুনলে কানে হইতে হয় অজ্ঞান, প্রাণ সখীরে

কেন তারে করিস না মানা
সময় চিনে কেন বাঁশি বাজায় না
আমার প্রেম যমুনায় বহিছে উজান






আরও গান শুনতে ভিজিট করুন: 

BD SONG™ @Youtube


No comments:

Post a Comment