Search & Download Bangla MP3 Songs with Lyrics: লিরিকসহ বাংলা গান ডাউনলোড
(রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, আধুনিক, লোকগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালিসহ বাংলা গানের সম্ভার)
বিশিষ্ট কণ্ঠশিল্পী ও ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দীন আহমদ ১৯০১ সালের ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা জাফর আলী আহমদ তুফানগঞ্জ মহকুমা আদালতের উকিল ছিলেন।
বলরামপুর স্কুলে আব্বাস উদ্দীনের শিক্ষা জীবন শুরু হয়। ১৯১৯ সালে তুফানগঞ্জ স্কুল থেকে তিনি প্রবেশিকা ও ১৯২১ সালে কুচবিহার কলেজ থেকে আইএ পাস করেন। এখান থেকে বিএ পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর সঙ্গীত জগতে প্রবেশ করেন তিনি।