ফাকু ভাইরে কইয়ো আমায় নাইয়র নিত আইয়া
ঐ না ঘাটে বইয়া রে কান্দি দেশের পানে চাইয়া
চক্ষের পানি নদীর জলে যাইতাছে মিশিয়া
শিল্পী: আব্বাস উদ্দীন আহমদ
গীতিকার: জানা যায়নি
সুরকার: জানা যায়নি
লিরিক:
ভাটিয়াল গাঙ্গের নাইয়া,
ফাকু ভাইরে কইয়ো আমায় নাইয়র নিত আইয়া
ঐ না ঘাটে বইয়া রে কান্দি দেশের পানে চাইয়া
চক্ষের পানি নদীর জলে যাইতাছে মিশিয়া
কোন পরাণে আছে রে ভাই আমায় পাশরিয়া
জঙ্গলারি বাঘের মুখে গেলোনি পাশ দিয়া
এই বাইষ্যা তে নাহি রে নিলে
গলায় কলসি বাইন্ধা ঐ না গহিন গাঙ্গের তলায়
মরিব ডুবিয়া।।
জালালে কয় আর কতোদিন থাকো রইয়া সইয়া
জল শুকাইলে নিবে রে নাইয়র বাঁশের পালং দিয়া।।
No comments:
Post a Comment