সৈয়দ আব্দুল হাদী বাংলাদেশের একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী। ১৯৪০ সালে ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার শাহপুর গ্রামে জন্ম গ্রহণ করেন।
শিক্ষা জীবন
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন।
কর্ম জীবন
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বাংলাদেশ টেলিভিশনে প্রডিউসার হিসেবেও তিনি কাজ করেছেন। সর্বশেষে তিনি লন্ডনে ওয়েল্স ইউনিভার্সিটিতে প্রিন্সিপাল লাইব্রেরিয়ান হিসেবে কাজ করেছেন
সঙ্গীত জীবন
একক অ্যালবাম:
একবার যদি কেউ
যৌথ অ্যালবাম:
বলাকা- সাবিনা ইয়াসমিনের সঙ্গে
নয়নমনি- সাবিনা ইয়াসমিনের সঙ্গে
জন্ম থেকে জ্বলছি- সামিনা চৌধুরীর সঙ্গে
জনপ্রিয় গান:
আছেন আমার মুক্তার
আমি তোমারি প্রেম ভিখারি
চোখ বুঝলেই দুনিয়া আঁধার
চোখের নজর এমনি কইরা
চলে যায় যদি কেউ
একবার যদি কেউ ভালবাসতো
এমনও তো প্রেম হয়
যেওনা সাথী চলেছো একেলা কোথা
জন্ম থেকে জ্বলছি মাগো
কি করে বলিব
এই পৃথিবীর পান্থশালায়
স্বীকৃতি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার (গোলাপী এখন ট্রেনে - ১৯৭৮, সুন্দরী - ১৯৭৯, কসাই - ১৯৮০, গরীবের বউ - ১৯৯০, ক্ষমা- ১৯৯২)
আরও জানুন
বাংলা গানের প্রবাদ পুরুষ সৈয়দ আবদুল হাদী (সংগৃহীত)
No comments:
Post a Comment