Labels

────↑↑

Thursday, December 17, 2015

সবকিছু মোর উজাড় করে : Abdul Hadi

Sayed Abdul Hadi
সবকিছু মোর উজাড় করে
দিয়েছি তোমায় তুলে
কেমনে গেলে ভুলে

শিল্পী: সৈয়দ আব্দুল হাদী
গীতিকার: জানা যায়নি
সুরকার: জানা যায়নি


লিরিক:
সবকিছু মোর উজাড় করে
দিয়েছি তোমায় তুলে
কেমনে গেলে ভুলে

রিক্ত এ মন গুণছে প্রহর
নিরজনে বসে
কখনও যদি যাও এ পথে
মৃদু মন্দ হেসে
চাইবো না আর কোনো কিছু
শুধু বলবো
সে বন্ধন নাও গো খুলো

এখন আমার দেবার মতো
কোনো কিছু আর নাই
গানের শেষে শূণ্য বীণা
পড়ে থাকে একেলাই

পান্থ হৃদয় থমকে দাঁড়ায়
পথ প্রান্তে এসে
হারিয়ে গেছে যে ছিল পাশে
মোর বন্ধু বেশে
ডাকবেনা আর কেহ পিছু
ভুলে থাকবে বলে
রেখে গেলি চলে





আরও গান শুনতে ভিজিট করুন: 

BD SONG™ @Youtube


No comments:

Post a Comment