Labels

────↑↑

Monday, December 14, 2015

কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান : Abdul Hadi

Kon kitbe lekha ase haram bajna gaan
কোন কিতাবে লেখা আছে গো
হারাম বাজনা গান
দাউদ নবীর বাঁশির সুরে
চমকে পাখির প্রাণ

শিল্পী: সৈয়দ আব্দুল হাদী
গীতিকার: জানা যায়নি
সুরকার: জানা যায়নি



লিরিক:
কোন কিতাবে লেখা আছে গো
হারাম বাজনা গান
দাউদ নবীর বাঁশির সুরে
চমকে পাখির প্রাণ

সুর যদি হারাম হতো
বেলালে কি আজান দিতো
পড়তো কি কেউ মধুর তানে
পবিত্র কোরআন

সাদি হাফেজ আখতার রুমি
পাগলা করলো আসমান জমিন
মিলাদের মাহফিলে শোন
দরুদেরই তান

মা ফাতেমার করি আদেশ
আল্লাজির ওই আরশ কাঁপে
কারবালার ওই মাতম শুনে
কান্দেরে জাহান






আরও গান শুনতে ভিজিট করুন: 

BD SONG™ @Youtube


No comments:

Post a Comment