Labels

────↑↑

Monday, December 14, 2015

কারও আপন হতে পারলিনা অন্তর : Abdul Hadi

Karo apon hote parlina antor
কারও আপন হতে পারলিনা অন্তর
আমার ভালোবাসার শূন্য ভিটায়
কেউ বাধল না ঘর


শিল্পী: সৈয়দ আব্দুল হাদী
গীতিকার: জানা যায়নি
সুরকার: জানা যায়নি



লিরিক:
কারও আপন হতে পারলিনা অন্তর
আমার ভালোবাসার শূন্য ভিটায়
কেউ বাধল না ঘর

ব্যাথা দেয়ার মানুষ আছে
কথা দেয়ার নাই
আশার পাখি খাঁচাই বাইন্দা
আশায় দিন কাটাই
আমি কাঁদিতেও পারতাম যদি
চোখের জলে পাইতাম নদী
পাইলাম বালুচর

জ্বালা হইল গলার মালা
অঙ্গার হইলো মন
বাহিরে বসন্ত আসে
ভিতরে শ্রাবণ
কেউ সোহাগেরই চন্দন দিয়া
ভালোবাসার বন্ধন দিয়া
নিলনা খবর






আরও গান শুনতে ভিজিট করুন: 

BD SONG™ @Youtube


No comments:

Post a Comment