Labels

────↑↑

Sunday, December 13, 2015

একবার যদি কেউ ভালোবাসতো : Abdul Hadi

Ekbar jodi keu valobashto
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দু'টি জলে ভাসতো
এ জীবন তবু কিছু না কিছু পেতো

শিল্পী: সৈয়দ আব্দুল হাদী
গীতিকার: জানা যায়নি
সুরকার: জানা যায়নি



লিরিক:
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দু'টি জলে ভাসতো
এ জীবন তবু কিছু না কিছু পেতো

যদি এমন হতো একটি কথা
আমায় বলে কেউ ভেঙে দিত সব নিরবতা

যদি এমন হতো একটি শ্রাবণ
আমায় কাঁদিয়ে বলে যেত সে এই তো মরণ


No comments:

Post a Comment