Labels

────↑↑

Sunday, December 13, 2015

হে দাতা হে মওলা ফরিয়াদ শোনো : Abdul Hadi

he data he mowla
হে দাতা হে মওলা
ফরিয়াদ শোনো আমার
দিন দুঃখী বান্দা আমি
একি পরীক্ষা তোমার

শিল্পী: সৈয়দ আব্দুল হাদী
গীতিকার: জানা যায়নি
সুরকার: জানা যায়নি



লিরিক:
হে দাতা হে মওলা
ফরিয়াদ শোনো আমার
দিন দুঃখী বান্দা আমি
একি পরীক্ষা তোমার

অন্ধ চোখে একবার তুমি
দাও ফিরিয়ে আলো
আমানতের হেফাজতে
সেথায় নিয়ে চলো
তোমার দয়া না পেলে যে
খেয়ানতের বদনামিতে
হবো গোনাহগার

রাতকে করো দিন তুমি আর
মৃতকে জীবিত
আমিরকে ফকির করো আর
বিষ করো অমৃত
কুদরত তোমারই তো
পাক নামের ওই শান না পেলে
বিশ্বাসেরই ভীত নড়ে
যাবে যে আমার


No comments:

Post a Comment