Labels

────↑↑

Friday, December 18, 2015

আছেন আমার মোক্তার : Abdul Hadi

Sayed Abdul Hadi
আছেন আমার মোক্তার
আছেন আমার ব্যারিস্টার
শেষ বিচারের হাইকোর্টেতে
তিনিই আমায় করবেন পার।
আমি পাপী তিনি জামিনদার

শিল্পী: সৈয়দ আব্দুল হাদী
গীতিকার: জানা যায়নি
সুরকার: জানা যায়নি


লিরিক:
আছেন আমার মোক্তার
আছেন আমার ব্যারিস্টার
শেষ বিচারের হাইকোর্টেতে
তিনিই আমায় করবেন পার।
আমি পাপী তিনি জামিনদার
মনের ঘরে তালা দিয়া
চাবি লইয়া আছেন সাই
আমি অধম সাধ্য কি তার
হুকুম ছাড়া বাইরে যাই?
দুই কান্দে দুই মুহুরী
লিখতে আছেন ডায়েরি
দলিল দেইখা রায় দিবেন
টাকা-পয়সার নাই কারবার
সময় থাকতে মনা হুঁশিয়ার
সেদিনের সেই ইস্টিশনে
থাকবে নানান প্যাসেঞ্জার
দ্রুতযানে পার হবে সে
টিকিট কাটা আছে যার
পারাপারের থাকলে তাড়া
সঙ্গে নিও গাড়ি ভাড়া
জবাবদিহি করতে হবে
ধরলে টিকিট কালেক্টর
সময় থাকতে মনা হুঁশিয়ার





আরও গান শুনতে ভিজিট করুন: 

BD SONG™ @Youtube


No comments:

Post a Comment