Labels

────↑↑

Sunday, December 13, 2015

আমার আর দেবার কিছু তো নাই : Abdul Hadi

Amar ar debar kisu to nai
আমার আর দেবার কিছু তো নাই
এই নিঃশতা নিয়ে হাসি দিয়ে গান দিয়ে
এবার তাহলে আমি যাই

শিল্পী: সৈয়দ আব্দুল হাদী
গীতিকার: জানা যায়নি
সুরকার: জানা যায়নি



লিরিক:
আমার আর দেবার কিছু তো নাই
এই নিঃশতা নিয়ে হাসি দিয়ে গান দিয়ে
এবার তাহলে আমি যাই

 হে মহা জীবন আমার তুমিই বলো
পৃথিবীকে এতো দিয়ে মন কি পেল
যাবার বেলায় আমি তার উত্তর চাই

আকাশ তোমাকে বলি একটু কাঁদো
বাতাস তোমাকে বলি তুমিও কাঁদো
মানুষের চোখে আজ অশ্রু নাই





আরও গান শুনতে ভিজিট করুন: 

BD SONG™ @Youtube

No comments:

Post a Comment