Labels

────↑↑

Sunday, December 13, 2015

ভালোবাসা এমনি এক নদী : Abdul Hadi

Sayed Abdul Hadi
ভালোবাসা এমনি এক নদী
যার নাই কোনো কূল নাই যে কিনারা
তবু মানুষ ভাষায় তরী হয়রে কূলের আশায়
কেউ ডুবে যায় অথৈ জলে কেউ স্রোতে ভেসে যায়

শিল্পী: সৈয়দ আব্দুল হাদী
গীতিকার: জানা যায়নি
সুরকার: জানা যায়নি



লিরিক:
ভালোবাসা এমনি এক নদী
যার নাই কোনো কূল নাই যে কিনারা
তবু মানুষ ভাষায় তরী হয়রে কূলের আশায়
কেউ ডুবে যায় অথৈ জলে কেউ স্রোতে ভেসে যায়

সারা জীবন যারে রাখলি বুকে ধরে
ভালোবাসার স্বর্গ পুরে অনেক আদর করে
কতো যে তোর স্বপ্ন ছিল দুই নয়ন ভরে
কত যে তোর আশা ছিল অন্তরে অন্তরে
তবুও যে পারলিনা তুই রাখতে তারে ধরে
কি অপরাধ তোর ছিল রে এই যে ভালোবাসায়

জানে সবাই জানে এ যে দারুণ খেলা
কত যে ফুল শুকিয়ে গেছে তবু গাঁথে মালা
ভালোবাসা এমন পাখি শিষ দিয়ে গায় গান
সেই গানেতে বিষ মাখা রয় হরে যে শত প্রাণ
তবু মানুষ মনের খাঁচায় পোষে রে সেই পাখি
এতো আদর সোহাগ পেয়ে সেই পাখি উড়ে যায়

ভালোবাসা এমনি এক নদী
যার নাই কোনো কূল নাই যে কিনারা
তবু মানুষ ভাষায় তরী হয়রে কূলের আশায়
কেউ ডুবে যায় অথৈ জলে কেউ স্রোতে ভেসে যায়

No comments:

Post a Comment